স্বামীকে তালাক দেওয়ায় নুপুরকে পুড়তে হলো এসিডে


নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীকে তালাক দেওয়ায় নার্গিস আক্তার নুপুর (২৮) নামে এক নারীকে এসিডে ঝলসে দিয়েছে স্বামী আবু তালেব। সোমবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুতর অবস্থায় নুপুরকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। দগ্ধ নুপুর কামারদহ গ্রামের আনোয়ার হোসেন তাজেমের মেয়ে এবং আহম্মেদপুর গ্রামের রাহাত আলীর ছেলে আবু তালেবের সাবেক স্ত্রী।
নুপুরের বাবা আনোয়ার হোসেন তাজেম বলেন, আবু তালেব কয়েক বছর যাবত নার্গিস আক্তার নুপুরকে বিয়ে করে আমার বাড়িতেই থাকতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব-কলহ লেগে থাকতো। এ কারণে সাত দিন আগে আমার মেয়ে আবু তালেবকে তালাক দেয়। সোমবার সন্ধ্যার পর নুপুর বাড়ির উঠানে হাঁটাহাটি করছিল। এসময় আবু তালেব তার মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে নুপুরের চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠান চিকিৎসকরা।
তিনি চিকিৎসকের বরাত দিয়ে বলেন, নুপুরের মুখসহ শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে গেছে।
স্থানীয়রা জানান, আবু তালেব ডাকাতিসহ একাধিক মামলার আসামি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব-কলহ লেগে থাকতো। অতিষ্ঠ হয়ে নুপুর আবু তালেবকে তালাক দিতে বাধ্য হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *