নাটোরে করোনা উপসর্গে বগুড়াফেরত ব্যবসায়ীর মৃত্যু

নাটোর অফিস॥
শরীরে করোনা উপসর্গ নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ গ্রামে ইউনুস আলী(৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বর্তমানে ইউনুস আলীর বাড়িটি লকডাউনসহ দাফন সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আজ মঙ্গলবার ভোরে ইউনুস আলীর মৃত্যু হয়। সকালেই তড়িঘড়ি করে তাকে দাফন করেন পরিবারের লোকজন।

জানা গেছে, ইউনুস আলী গত ৮ জুলাই বগুড়ায় তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরে আসেন। এরপর থেকেই জ্বর,সর্দি,কাশি গলাব্যাথা সহ নানা উপসর্গ দেখা দেয় তার। পরিবারের লোকজন প্রথমে তাকে নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়। কিন্ত স্বজনরা হাসপাতালে ভর্তি না করে পুনরায় বাড়িতে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন থাকা অবস্থায় গতকাল সোমবার তার শ্বাস কষ্ট শুরু হলে পরিবারের লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ভোরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। সকালেই ইউনুস আলীর মরদেহ দাফন করেন পরিবারের সদস্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *