নাটোর রেলস্টেশনে ‘জলজট’ কেউ দেখেনি আগে! 

নাটোর অফিসঃ প্রবল বর্ষণে নাটোর রেলস্টেশনে পানি জমেছে। এতে রেল লাইনে পানি উঠেছে। লাইনের স্লিপারগুলো পানিতে ভিজেছে।

অতিবর্ষণের কারণে এই প্রথমবারের মতো চিরাচরিত নাটোর রেলস্টেশনের এমন দৃশ্য দেখেছে মানুষ।

শুক্রবার দুপুরের বৃষ্টিতে পারি জমে এমন জলজটের সৃষ্টা হয়। তবে এতে করে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়নি।

সড়কের সাথে রেল লাইনের ভারসাম্য না থাকায় এবং ড্রেনেজ ব্যবস্থার সমন্বয়হীনতায় এমনটি হয়ে থাকতে পারে বলে দাবী স্থানীয়দের। এছাড়া এই জলাবদ্ধতার প্রধান কারণ রেলস্টেশনের পানি নিষ্কাশন ব্যবস্থায় তৈরী পাইপগুলো মরিচা পড়ে সরু হওয়া। দীর্ঘদিন এসব পাইপ পরিস্কার করা হয়নি।

নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, সড়ক বিভাজনের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার থেকে লাইন নীচু হয়ে যাওয়ায় একদিকে যেমন লাইনের পানি নিষ্কাশনের কোনো পথ নেই, অন্যদিকে তেমনি উঁচু এলাকার পানি ও বর্জ্য ফিরে নীচু স্টেশনে গড়ানোয় এমন অবস্থা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *