নাটোরে বারনই নদীর পানি বিপদসীমার উপরে, সিংড়ায় নতুন এলাকা প্লাবিত

নাটোর অফিসঃ একইসাথে নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় যথাক্রমে আত্রাই ও বারনই নদীর পানি বেড়েছে। প্রথমবারের মতো বিপদসীমা অতিক্রম করলো বারনই নদীর পানি।

আজ শুক্রবার (২৪ জুলাই)  নাটোরের নলডাঙ্গা পয়েন্টে বারনই নদীর পানি সারারাতে ৫ সেন্টিমিটার বৃদ্ধি হয়ে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, ক্রমেই সিংড়ার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। একদিনের ব্যবধানে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

স্থানীয়রা জানিয়েছেন, এবার বন্যার পানি সিংড়া থানার মোড়, সিংড়া বাজারসহ আশেপাশের এলাকায় প্রবেশ করেছে।

অন্যদিকে, হালতিবিলের নলডাঙ্গা পয়েন্ট নলডাঙ্গা বাজারে পানি প্রবেশ করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *