নাটোরে দুইটি বিশ্ববিদ্যালয় স্থাপনে ‘জরুরী মতামত’ চেয়ে ইউজিসিতে চিঠি

নাটোর অফিস॥ নাটোর জেলায় দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে সিদ্ধান্ত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। জরুরী ভিত্তিতে এই মতামত জানাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দুটি স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণ করা হয়েছে নাটোর সদর ও সিংড়া উপজেলা।

সদরের বিশ্ববিদ্যালয়টির নাম প্রস্তাব করা হয়েছে ‘ডক্টর ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়’।

সিংড়ার বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়েছে ‘নাটোর কৃষি বিশ্ববিদ্যালয়’।

আজ বৃহষ্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সরকারী সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিফা আফরোজ।

সরকারী সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার একজন সিনিয়র অফিসার জানান , “আপাতত বিশ্ববিদ্যালয় দুটি স্থাপনের জন্য উপযুক্ততার মতামত চেয়ে ইউজিসি বরাবর চিঠি দেয়া হয়েছে। ইউজিসি দ্রুত তাদের মতামত জানাবে। সেই আলোকে সিদ্ধান্ত দেয়া হবে।”

মতামত চাওয়া এসব চিঠির সাথে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের ডিও সংযুক্ত করা হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নাটোর থেকে দুইটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ডিও গেলেও যে কোনো একটি স্থাপনের সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে চলবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সম্ভাবনা বেশি।

তবে যেখানেই হোক, জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে নাটোরবাসীর দাবী ছিলো দীর্ঘ দিনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *