নাটোরের সিংড়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে লড়ছেন মেয়র

নাটোর অফিস॥ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধন অভিযান শুরু করেছে সিংড়া পৌরসভা। ফগার মেশিন ব্যবহার করে ডেঙ্গুর বিস্তার নষ্ট করা হচ্ছে।

প্রায় প্রতিদিনই পৌরসভার কোনো না কোনো ওয়ার্ড ঘুরে এই কার্যক্রম পরিচালনা করছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

এসময় মেয়র বাড়ির আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে মাস্ক ব্যবহার ও জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘরের বাইরে না যেতে অনুরোধ করেন।

মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, হঠাৎ শহরে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরসভার পক্ষ থেকে ১২টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *