নাটোরে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে ঢাকা গেল লিচু!

নাটোর অফিসঃ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচল শুরুর প্রথম দিনে নাটোরের আব্দুলপুর রেলস্টেশন থেকে ৫০ কেজি লিচু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-১’। তবে চিলাহাটি-খুলনা রুটের  ‘পার্সেল স্পেশাল ট্রেন’ ৪ হাজার কেজি আম নিয়ে একই স্টেশন থেকে খুলনা পৌছেছে।

শুক্রবার (৫ জুন) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুলপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ম্যাংগো স্পেশাল ট্রেনটি আম পরিবহনের জন্য হলেও আজ প্রথম দিন কোনো আম বুকিং হয়নি। তবে লালপুর এলাকার বিভিন্ন বাগানের ৫০ কেজি লিচু ঢাকায় পাঠাতে বুকিং হয়েছে। এসব লিচু অন্য স্টেশনগুলোর আমের সাথে পাঠানো হয়েছে। তবে চিলাহাটি টু খুলনা রুটের পার্সেল স্পেশাল ট্রেনটিতে ৪৩০০ কেজি পণ্য বুকিং হয়েছে যার মধ্যে আম রয়েছে ৪ হাজার কেজি। এই আম খুলনা পৌছেছে।’

তিনি আরও জানান, মৌসুম চলাকালীন সময় থেকে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ পরিমাণে আম পরিবহনে ভূমিকা রাখবে এই স্টেশনটি। লালপুর ও বাগাতিপাড়ায় জেলার সবচেয়ে বেশি আম উৎপাদিত হওয়ায় লাভজনকভাবে এ সুবিধাটি নিতে পারবেন স্থানীয় চাষীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *