
র্যাব- ৫ সিপিসি ২ এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে সিংড়া পৌর এলাকায় বিশেষ অভিযান শুরু করে র্যাবের একটি দল। অভিযানের এক পর্যায়ে স্থানীয় এক ধান ব্যবসায়ী কাঞ্চন পালের সাথে সামাদ আলী মোল্লা ও কিসমান আলী যদু সরকারের বড় অংকের একটি লেনদেন হবে এমন তথ্য জানতে পারে র্যাব। এ সময় র্যাব সদস্যরা পৌরসভা কার্যালয় এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ওই জাল টাকাসহ আটক করে। এঘটনায় ধান ব্যবসায়ী কাঞ্চন পাল সিংড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।



