
র্যাব-৫ এর নাটোর অপারেশন ক্যাম্পের (সিপিসি-২) কোম্পাণী কমান্ডার মেজর শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত প্রতারক সালাম শেখ নিজেকে র্যাব পরিচয় দিয়ে শহরের কানাইখালী এলাকার পরেশ চন্দ্র ঘোষের ছেলে ও মৃত আবুল হোসেনের ছেলে আবুল কালামকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ৭৫ হাজার টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে তারা কথিত ওই র্যাব সদস্যকে প্রথম দফায় ৭০ হাজার টাকা প্রদান করে। অবশিষ্ট ৫ হাজার টাকা দাবী করে। বিষয়টি তারা র্যাব -৫ এর নাটোর অফিসে বিষয়টি জানায়। শনিবার রাতে অবশিষ্ট ওই ৫ হাজার টাকা নিতে আসলে ওৎ পেতে থাকা র্যাব সদস্যরা আহম্মেদপুর বাজার সংলগ্ন ব্রীজের পশ্চিম পার্শ্বে থেকে ভুয়া র্যাব সদস্য প্রতারকা সালাম শেখকে হাতে নাতে গ্রেফতার করে।
এব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।



