নাটোর-পুঠিয়া আঞ্চলিক যোগাযোগ বন্ধ করলো পুলিশ

নাটোর অফিস॥
নাটোর জেলার সীমান্তবর্তী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় আঞ্চলিক যোগাযোগের অন্যতম ট্রানজিট নিকটবর্তী কাফুরিয়া ও ছাতনী ইউনিয়নের সাথে পুঠিয়ার যোগাযোগ বিছিন্ন করছে নাটোর জেলা পুলিশ। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নাটোর জেলার সীমান্ত ঘেষা পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া বগুড়াপাড়া এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি ও ইউনিয়নের অতি সংলগ্ন কাফুরিয়া ও ছাতনী ইউনিয়ন। পুঠিয়ার সাথে যোগাযোগ পথে তল্লাশী চেক পোষ্ট বসানো হয়েছে। এছাড়া স্থানীয়রাও পুঠিয়া থেকে কেউ নাটোর জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য বিভিন্ন গ্রামীণ সড়ক বাঁশ ও কাঠের গুড়ি ফেলে বন্ধ করে দিয়েছে।

আজ সোমবার(১৩ই এপ্রিল) দুপুরে এই যোগাযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম সম্পন্ন করে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাটোরকে ঝুঁকিমুক্ত রাখতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্তবর্তী পুঠিয়া উপজেলায় প্রবেশের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। সব ধরনের যানবাহন ও পথচারী চলাচল করতে দেয়া হচ্ছে না।

প্রসঙ্গত,রোববার রাতে সীমান্ত ঘেষা রাজশাহীর পুঠিয়া উপজেলার বগুড়াপাড়ায় নারায়গঞ্জ ফেরত ইউসুফ আলী (৩০) নামে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেলে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *