নাটোরের সিংড়ায় পৌর মার্কেট ও নিজ বাড়ির ভাড়া মওকুফ মেয়রের

নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত সিংড়া পৌরসভা মার্কেটের ১২ টি দোকানগুলোর মার্চ মাসের ভাড়া মওকুফ করেছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। পাশাপাশি সিংড়া থানা মোড়ে অবস্থিত আরও পৌরসভার আরও ৪টি দোকানের ভাড়াসহ নিজ বাড়ির চার ভাড়াটিয়ার ভাড়াও মওকুফের ঘোষণা দেন তিনি।

আজ শনিবার(২৮শে মার্চ) বিকেলে ভাড়া মওকুফের বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র নিজেই।

মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, করোনা আতঙ্কে মার্চের মাঝামাঝি থেকেই ব্যবসা-বাণিজ্য, কেনা-বেচা কমে গেছে সিংড়া পৌরসভার আতওতাধীন মার্কেটের দোকানগুলোর। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় করোনা সাধারণ ব্যবসায়ীদের কষ্টসহ লোকসান কিছুটা লাঘবের জন্য ভাড়া মওকুফের উদ্যেগ নিয়েছি। এই ভাড়া মওকুফে পৌরসভার আয় কিছুটা কমলেও সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হবে। এছাড়া ব্যক্তিগত দায় থেকে আমার বাড়িতে বসবাসরত চার ভাড়াটিয়াকেও জানিয়ে দিয়েছি মার্চের বাড়িভাড়া দিতে হবে না। দেশের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অবস্থাসম্পন্ন মানুষদের এগিয়ে আসা উচিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *