নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে ৫ গাছে ফুটেছে ১১ নাইট কুইন!

প্রতিনিধি, বাগাতিপাড়া॥
নাটোরের বাগাতিপাড়ায় এক রাতে ৫টি গাছে ১১ টি নাইট কুইন ফুল ফুটেছে। উপজেলার গালিমপুর পারকুঠি গ্রামের শতবর্ষী নুর মোহম্মদ সরকারের ছেলে ও অবসর প্রাপ্ত আনসার সদস্য একরামুল হক এর বাড়িতে শনিবার দিবাগত রাতে এ ফুল ফুটে। বিরল প্রজাতির মিষ্টি গন্ধযুক্ত এ ফুল ক্রিম সাদা বর্ণের আর কিছুটা শাপলা ফুল আকৃতির। এ ফুলের বিশেষ বৈশিষ্ট্য হল এরা রাতে ফোটে, আবার ভোর হওয়ার আগেই ঝরে যায়। আর এ কারণেই উদ্যানতত্ত্ববিদরা এর নামকরণ করেছেন নাইট কুইন বা রাতের রাণী।
জানা গেছে, সন্ধ্যার পর থেকে একরামুলের বাড়ির ছাদে লাগানো মোট সাতটি গাছের মধ্যে পাঁচটি গাছে ১১টি ফুল ফুটতে শুরু করে। রাত আটটার পর সেগুলো আরোও বড় হতে থাকে। ঠিক রাত দশটার সময় ফুলগুলো পরিপূর্ণ রূপ নেয়। আর বাড়ির ছাদে নাইট কুইনের গন্ধ ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা এ ফুল এক নজর দেখার জন্য একরামুলের বাড়িতে ভিড় জমায়। তবে কিচ্ছুক্ষন পরেই ফুলগুলো জড়ো হয়ে যায়।
একরামুল হকের মেয়ে এ্যামিলি সরকার কাজল জানান, ১১ বছর আগে একটি পাতা নিয়ে তার ভাই আরিফুল ইসলাম রুপা টবে রেখেছিল। সেটি বড় হয়ে ২ বছর পর থেকে প্রতি বছরই ফুল দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *