নাটোরে জামায়াত-শিবির ৫০ নেতাকর্মীকে কারাগার ও কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ

নাটোর অফিস॥
নাটোরের সিংড়া থেকে আটক ৫০ জামায়াত-শিবির নেতা কর্মীর মধ্যে ৩৩ জনকে কারাগারে এবং ১৭ জনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার(১১ই মার্চ) দুপুরে কড়া পুলিশ প্রহরায় দুইটি প্রিজন ভ্যানে অভিযুক্ত জামায়াত-শিবির নেতা কর্মীদের সিংড়া থেকে নাটোর আদালতে আনা হয়। পরে প্রথমে তাদের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে রেজাউল করিমের আদালতে হাজির করা হয়।

শুনানী শেষে বিচারক রেজাউল করিম জামায়াত-শিবিরের ৩ নেতাসহ ৩৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশিষ্ট ১৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে তাদের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইবুনালের বিচারক এমদাদুল হক ওই ১৭ জনকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার চক গোপাল এলাকার একটি বাঁশঝাড় থেকে জেলা জামায়াতের সাবেক আমীর বেলালুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ দলের ৫০ নেতা কর্মিকে আটক করে সিংড়া পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *