নাটোর সদর হাসপাতালে করোনা রোগীর জন্য ৫টি বেড চালু

নাটোর অফিস॥
নাটোর জেলায় করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে নাটোর আধুনিক সদর হাসপাতালে ৫টি বেড চালু করা হয়েছে। এছাড়া সংস্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি রেন্সপন্স টিম গঠন করা হয়েছে। এই বিশেষ টিম সম্ভাব্য রোগীদের সাথে যোগাযোগ রক্ষা করবে।

নাটোর জেলা সিভিল মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ৫টি বেড চালু করা হয়েছে। এছাড়া একদল বিশেষজ্ঞ সমগ্র জেলায় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। করোনা ভাইরাসটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এজন্য জনসমাগম এড়িয়ে চলতে সকলকে পরামর্শ দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে সদর হাসপাতালে আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। বাহিরেও আলাদা ভাবে একটি করোনা ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে। সেখানে চিকিৎসক সহ অন্যান্যে সরঞ্জামের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নাটোরবাসীর মধ্যে সচেতনতামুলক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। আমরা একটি সমন্বিত বৈঠকের মাধ্যমে সরকারী নির্দেশনার আলোকে বাকী কার্যক্রমগুলো গ্রহণ করবো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *