নাটোরে সাংসদ-চেয়ারম্যান সমর্থকদের পাল্টাপাল্টি সভা, ১৪৪ ধারা জারি

ছবিটি সংগৃহীত। মূল ছবি-সা্কলাইন শুভ

নাটোর অফিস॥
আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জোনাইল পাগলা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এসময় ওই এলাকায় সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার(১৬ই জানুয়ারী) সকালে ১৪৪ ধারা জারি করা হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও থানার অপিসার ইনচার্জ দীলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থকরা আজ দুপুরে জোনাইল পাগলা বাজার এলাকায় একটি সমাবেশের আয়োজন করে। এ্কই সময় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিক পাটোয়ারির সমর্থকরাও সভার প্রস্তুতি নিয়ে মাইকিং করে। দু’ পক্ষের পাল্টা পাল্টি সভাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ওই এলাকায় আজ সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করে।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, পরিস্থিতি অনুকূলে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *