নাটোরে জাতীয় পতাকার সম্মানজনক ব্যবহারে মাইকিং

নাটোর অফিস॥
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকার সম্মানজনক ব্যবহার নিশ্চিতে সচেতনতা সৃষ্টিতে মাইকিং করেছে নাটোর জেলা তথ্য অফিস। এসময় পতাকা আইন যথাযথভাবে অনুসরণ করতে সকলের প্রতি অনুরোধ করা হয়।

আজ রোববার(১৫ই ডিসেম্বর) সকালে শহরের প্রধান প্রধান এলাকায় মাইকিং করা হয়।

জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামীকাল ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, বেসরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত ভবনসমূহের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ভবনের শীর্ষ সোজা খুঁটিতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ছেঁড়া, ফাটা, বিবর্ণ বা ময়লাযুক্ত পতাকা উত্তোলন করা যাবে না। আয়াতাকার জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত হবে ১০ অনুপাত ৬ এবং সূর্যাস্তের আগেই পতাকা নামিয়ে নিতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন, জাতীয় পতাকার সম্মানজনক ব্যবহার নিশ্চিতে এবার পতাকা মনিটরিং উপ-কমিটি গঠন করা হয়েছে। পতাকা আইন লঙ্ঘন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *