নাটোরে লবনের কৃত্তিম সংকট সৃষ্টি করলেই ব্যবস্থাঃ ডিসি

নাটোর অফিস॥
গুজব সৃষ্টির মাধ্যমে মজুদ ঘাটতির ধোঁয়া তুলে লবনের দাম বৃদ্ধিকারী স্থানীয় ডিস্ট্রিবিউটরদের(পরিবেশক) সতর্ক করেছেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

আজ মঙ্গলবার(১৯শে নভেম্বর) রাতে লবনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, দেশে কোন ঘাটতি না থাকা সত্বেও যারা কৃত্তিম সংকটের অজুহাতে বেশি দামে বা পরিমাণে বেশি লবন বিক্রি করবে তাদের আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোন শৈথিল্য প্রদর্শনের সুযোগ নাই। ক্রেতাসাধারণকেও এক্ষেত্রে সংযমের পরিচয় দিতে হবে। কোন পরিবেশক লবন সংকটের অজুহাতে খুচরা পর্যায়ে সরবরাহ বন্ধ করতে পারবে না। আগামী কয়েকদিন ক্রয়-বিক্রয়ে শৃঙ্খলা এলেই সবকিছু স্বাভাবিক হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে ব্যবসায়ী, পুলিশ ও প্রশাসনের এই ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়দুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, এফবিসিসিআই পরিচালক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তি, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, স্থানীয় সাংবাদিকসহ শতাধিক লবন পরিবেশক ও ব্যবসায়ী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *