নাটোরে পুলিশের অভিযানে ২২০ টাকার পেঁয়াজ ১২০ টাকা!

নাটোর অফিস॥
নাটোরে জেলা পুলিশের অভিযানে মুহূর্তের মধ্যে ২২০ টাকার পেঁয়াজ ১০০ টাকা কমে ১২০ টাকা হয়ে গেছে। কোন ব্যবসায়ীকে জরিমানা করা না হলেও বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেয়া হয়েছে।

আজ সোমবার(১৮ই নভেম্বর) নাটোর শহরের কয়েকটি কাঁচাবাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আকরামুল হাসান।

অভিযানকালে কোন কোন ব্যবসায়ী দোকান থেকে পেঁয়াজ সরিয়ে ফেলেন। অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে চলে যান। পুলিশের পক্ষ থেকে প্রতিটি দোকানে শাকসবজির মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আকরামুল হাসান জানান, নায্য দামে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কি না তা মনিটারিং করতেই পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের জরিমানা না করে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে শহরের স্টেশন বাজারে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *