নাটোরে চিকিৎসার জন্য ডেকে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদন্ড

নাটোর
নাটোরে গৃহবধূ সখিনা বেগম হত্যার দায়ে স্বামী আফছার উদ্দিনের(৪৭) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার(২৬শে সেপ্টম্বর)দুপুরে নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ আদেশ দেন। আফসার উদ্দীন সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ আগস্ট নাটোর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের নিজ বাড়ি থেকে আফছার উদ্দিন তার অসুস্থ স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর নাম করে বাড়ী থেকে নিয়ে বের হন। এরপর ২৮ আগস্ট আফছার উদ্দিন বাড়িতে ফিরে এলে বাড়ির লোকজনের চাপের মুখে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ব্যাপারে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে আফছার উদ্দিনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ আফছার উদ্দিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে আফছার উদ্দিন স্বীকার করে যে, তার সাথে বনিবনা না হওয়ায় সে তার স্ত্রীকে হত্যা করেছ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শহরের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে সখিনার কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি বিচারের জন্য আদালতে এলে বিচারক সাক্ষ্যপ্রমাণ গ্রহন শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটার মাসুদ হাসান ও আসামীপক্ষে হাসানুজ্জামান লাবলু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *