নাটোরে পরীক্ষা দিতে এসে র্যালী করলো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা

নাটোর
পঞ্চম শ্রেনীর মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের দিয়ে মিনা দিবসের র‌্যালি করানোয় সময়মতো পরীক্ষা শুরু হয়নি পাশ্ববর্তী ১০ স্কুলের কেন্দ্র নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এতে অনেক পরীক্ষার্থীর মানসিক প্রস্তুতি ব্যহত হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।

জানা যায়, চলতি মাসের ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৫ম শ্রনীর মডেল টেষ্ট পরীক্ষায় পেড়াবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার অংশ নেয় পৌর এলাকার ১০ টি প্রতিষ্ঠানের ১৬১ জন শিক্ষার্থী। সকাল ১০ টার আগে পরীক্ষার্থীরা উপস্থিত হলে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিনুল হকের নির্দেশে উপস্থিত পরীক্ষার্থীরা কক্ষ থেকে বের হয়ে উপজেলা চত্ত্বরে মিনা দিবসের র‌্যালিতে অংশ নেয়। এসময় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুরা পরীক্ষায় অংশ নিতে মানসিক প্রস্তুতি নিয়ে এলেও মানসিক চাপ নিয়ে পরীক্ষা দিয়েছে।

এ ব্যাপারে পেড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিনুল হক বলেন, তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে বাচ্চাদের র‌্যালিতে অংশ নিতে বলেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) মজনু মিয়া বলেন, এটাতো ফাইনাল পরিক্ষা না, শিক্ষার্থীদের এতে কোন সমস্যা হবেনা।

এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *