নাটোরে সম্প্রসারিত সড়কের ডিভাইডারে ফুল গাছ রোপণ

নাটোর: পুস্পিত নাটোর’২০১৯ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহরের সম্প্রসারিত সড়কের নবনির্মিত ডিভাইডারে ফুলের গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণের কর্মসূচীর উদ্ধোধন করা হয়।

শনিবার বিকেলে শহরের বড়হরিশপুর বাইপাসে পুস্পিত বৃক্ষরোপন উদ্ধোধন করেন নাটোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোঃ নাফিউ ইসলাম অন্তর । এ সময় আরোও উপস্থিত ছিলেন পুস্পিত নাটোর’২০১৯ আহবায়ক ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন , বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আবু হানিফ মামুন ,পুস্পিত নাটোরের সদস্য সচিব মীর আতিকুল আলম ,গণমাধ্যমকর্মী খান মামুন ।

আয়োজকরা জানান, উদ্ধোধনী অনুষ্টানে ডিভাইডারের বড় হরিশপুর বাইপাস প্রান্তে শতাধিক ফুলের চারা গাছ লাগানো হয়। পর্যায়ক্রমে নবনির্মিত ডিভাইডারেে সাড়ে ছয় কিলোমিটার জুড়ে কৃঞ্চচূড়া, কদম, সোনালু, বকুল ,পলাশ কামিনী গাছ লাগানো হবে।বসন্তে কাঞ্চন, গ্রীষ্মে কৃষ্ণচূড়া, সোনালু আর বর্ষায় কদম নাটোর শহরে রং ছড়াবে। গ্রীষ্মের নাটোর শহরের রাজপথ হবে কৃষ্ণচূড়ার রঙে সুশোভিত। নাটোর শহর হবে দেশের একমাত্র ফুলের শহর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *