
রোববার দুপুরে চকবৈদ্যনাথ মোকাম ঘুরে দেখা যায়, চামড়া সংরক্ষণের জন্য প্রক্রিয়াজতকরণের জন্য আড়ত পরিস্কার-পরিচ্ছন্ন করছেন কর্মচারীরা। কোন কোন আড়ত সংস্কার চলছে। চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য লবন গুদামজাত করছেন ব্যবসায়ীরা। ঈদের দিন থেকে আড়তগুলোতে কাজের জন্য শ্রমিক কর্মচারীদের অগ্রীম টাকাও দিয়েছেন অনেক ব্যবসায়ী।
জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম শরিফ জানান, ইতোমধ্যে ব্যবসায়ীরা চামড়া ক্রয় ও সংরক্ষণের সকল প্রস্ততি সম্পন্ন করেছে। সেই সাথে কর্মচারীদেরও অগ্রীম পারিশ্রমিক প্রদান করা হয়েছে। মৌসুমী ব্যবসায়ী ও ফড়িঁয়াদের সতর্কতার সাথে চামড়া ক্রয় ও লবন দ্বারা কাঁচা চামড়া সংরক্ষণের পরামর্শ দেয়া হচ্ছে।



