নাটোরে অপসারণ হচ্ছে রাস্তার বৈদ্যুতিক খুঁটি

নাটোরঃ সংবাদ প্রকাশের পর অবশেষে নাটোর শহরের সম্প্রসারিত সড়কের উপর দন্ডায়মান বৈদ্যুতিক খুঁটিগুলো অপরাসরণের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। শুধুমাত্র শহরের আধা কিলোমিটারের মধ্যেই ৪টি সহ মোট ৮টি বৈদ্যুতিক খুঁটি  সরানোর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৭৫লাখ টাকা মঞ্জুর করেছে সড়ক ও জনপথ বিভাগ।

শনিবার(২৭শে জুলাই) বিকেল থেকে টিপটিপ বৃষ্টি উপেক্ষা করেই খুঁটি অপসারণ কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা।  প্রথম দিন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বিদ্যুৎ বিভাগ কার্যালয় সংলগ্ন দুইটি খুঁটি অপসারণ করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বিভাগের সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন বার্তা২৪ডটকমককে বলেন, ‘খুঁটিগুলো অপসারণ সময়ের দাবী ছিল।  তবে প্রয়োজনীয় নির্দেশনা ও বরাদ্দের অভাবে তা সম্ভবপর হয় নি। আজ থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি দুই-তিনদিনের মধ্যে সব খুঁটি অপসারণ হবে।’

এদিকে পিচঢালা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি অপসারণ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শহরবাসী। আগামীতে শহরের উন্নয়নকার্যে বিভিন্ন বিভাগের সু-সমন্বয় প্রত্যাশা করেছেন তারা।

উল্লেখ্য, গত ২৩শে জুলাই ‘রাস্তায় খুঁটি রেখেই পিচ ঢালাই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *