জ্যেষ্ঠ প্রতিবেদক, গুরুদাসপুর॥

মতবিনিময়কালে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ওসি সেলিম রেজা জানান, লোভ-লালসার উর্দ্ধে থেকে সবার সহযোগিতা নিয়ে গুরুদাসপুর উপজেলাকে একটি অপরাধমুক্ত, সর্বসাধারনের বাসযোগ্য আদর্শ উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। পিতার ৫ ছেলে ২মেয়ের মধ্যে সবার বড় সন্তান তিনি। সবাই কর্মজীবনে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক ধর্মভিরু ওই চৌকস অফিসার আরো জানালেন, গুরুদাসপুর থানা পুলিশ সব সময় নির্যাতিত সাধারন মানুষের পাশে থাকবে। গুরুদাসপুরকে তদবিরবাজ-দালালমুক্ত থানা গড়তে সাংবাদিকসহ সবার সহযোগীতাও চান তিনি। গত ৩০ মে বুধবার ৫ টায় গুরুদাসপুর থানার নবাগত ওসি সাংবাদিকদের সাথে মতবিনিময় ও তাদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে। তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন।
এ সময় ওসি (তদন্ত) তারিকুর রহমান সরকার ও অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে চলনবিল প্রেসক্লাবের সভাপতি আত্হার হোসেন,সম্পাদক এমএম আলী আক্কাছ,আনিছুর রহমান,আবুল কালাম আজাদ,গুরুদাসপুর বার্তার সম্পাদক ও চলনবিল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, ইত্তেফাকের রাশিদুল ইসলাম,গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ,সম্পাদক কামরুজ্জামান মিলন, প্রমুখ উপস্থিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক-পুলিশ একে অন্যের সহযোগী হিসাবে কাজ করার ব্যাপারে সবাই একমত পোষণ করেন। পরে সবাই ইফতার মাহিফলে মিলিত হন।



