
জানা যায়, বৃহষ্পতিবার লালপুর উপজেলার গোপালপুর পৌর মাজার এলাকায় একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে আসেন কদিমচিলান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার। অনুষ্ঠানে আগে থেকে উপস্থিত থাকা প্রতিপক্ষের লোকজন চেয়ারম্যানকে পেয়ে পাশে থাকা চেয়ার-লাঠি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর ডায়াগনস্টিক সেন্টার নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান, চেয়ারম্যান সেলিম রেজা মাস্টারে উপর হামলার কথা তিনি শুনেছেন তবে কি কারণে এ হামলা হয়েছে তা জানেন না তিনি।
লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।



