নাটোরে ১৪ জাতের আম পাড়ার সময় বেধে দিল প্রশাসন

নাটোর অফিস॥ নিরাপদ ও পরিপক্ক আম বাজারজাতকরণের লক্ষ্যে নাটোরে গাছ থেকে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নেন স্থানীয় আম ব্যবসায়ী, চাষী সহ সুধিজনরা।

চাষীদের সম্মতিক্রমে আগামীকাল ১৫ মে থেকে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। নামের ক্রমানুসারে আম পাড়ার তারিখগুলো হল- ১৫ই মে গুটি আম, রানী পছন্দ, খিরসাপাত; হিমসাগর ২৮মে, ল্যাংড়া ৬জুন, লক্ষণ ভোগ ১জুন, হাড়িভাঙ্গা ২০জুন, নাক ফজলি, আম্রপলি, মল্লিকা এবং ফজলি আম ৩০জুন, বারি-৪ ১৫জুলাই, আাশ্বিনা ২০জুলাই এবং গৌড়মতি ২৫ আগষ্ট। এ সময়ের মধ্যে গাছ থেকে আম পাড়তে পারবে চাষীরা।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বীর সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বেলাল উদ্দিন, অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট সায়দুজ্জামান বক্তব্য রাখেন। এসময় নাটোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মেফতাহুল বারী, সকল উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, নির্দ্দিষ্ট সময়ের আগে কেউ যাতে আম পাড়তে না পারে সেজন্য নির্দিষ্ট এলাকাগুলোতে মাইকিংয়ের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *