
র্যাব সুত্রে জানা যায়, শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব নিজাম উদ্দিন আহম্মেদ, র্যাব সদর দপ্তর, ঢাকা, ড্রাগস সুপার জনাবা মাখনুওন তাবাসছুম ও স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার সরকারের যৌথ নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমান আদালত শহরের মাদ্রাসা মোড়ের মেসার্স লার্জ ফার্মা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পাণী কমান্ডার এএসপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পচা ফল, ফিজিশিয়্যান স্যাম্পল ঔধষ ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস্্ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ওই চার ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত ফিজিশিয়্যান স্যাম্পল ঔধষ নাটোর জেনারেল হাসপাতালে হস্তান্তর এবং পচা ফল ধ্বংস করা হয়।



