
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১২ টার দিকে বাদল নিজের ইজিবাইকে একটি ছাগল নিয়ে বিক্রির উদ্দেশ্যে শহরের তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন। এসময় পিটিআই মোড়ে পৌছালে রংপুরগামি প্যারাডাইস পরিবহনের একটি যাত্রীবাহি বাস তার ইজিবাইককে চাপা দেয়। এতে বাদল গুরুতর জখম হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটির চালক পালালেও বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের নাটোর আধুনিক সদর হাসপাতালের জন্য মর্গে রাখা হয়েছে।



