

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টার সময় স্থানীয় লোকজন কবরস্থানের মাটি ভরাটের জন্য পুকুর খনন করছিলেন। এ সময় মাটির নিচে গ্রেনেডটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কেউ গ্রেনেডটি এখানে ফেলেছিল।



