
জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, ভোটার হালনাগাদ কার্যক্রমের প্রথম ধাপে জেলার সদর ও সিংড়া উপজেলায় ভোটার হালনাগাদ করা হবে। এবারই প্রথমবারের মত তৃতীয় লিঙ্গ হিসেবে হিজরাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে। দুইটি উপজেলায় মোট ১৬৩ জন তথ্য সংগ্রহকারী এবং ৬২ জন সুপারভাইজার তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত আছেন। ইতোপূর্বে সংশ্লিষ্ট উপজেলায় তাদের একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান, জন্ম তারিখ ১ জানুয়ারী ২০০৪ এর আগে-তাদেরকে তথ্য সংগ্রহ তালিকায় অন্তর্ভূক্ত করে ডাটাবেজ তৈরী করা হবে। এছাড়া বিদ্যমান ভোটার তালিকায় নাম থাকা মৃত্যবরণকারী ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে।
উল্লেখ্য, নাটোর সদর উপজেলার বর্তমান মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৬৭২ জন এবং সিংড়া উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ১৭০ জন। হালনাগাদ কার্যক্রমে ভোটার সংখ্যা দশ ভাগ বৃদ্ধি পাবে বলে আশা করছে জেলার নির্বাচন সংশ্লিষ্টরা।



