নাটোরে ছাত্রলীগ কর্মী খান্নাস হত্যায় ৪ জনের ফাঁসি

নাটোর অফিস॥  নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

ফাঁসির দন্ডপ্রাপ্ত ৪জন হলেন লালপুর উপজেলার বাসিন্দা শামিম হোসেন, আব্দুল মতিন, সুজন ও আব্দুস শুকুর ওরফে বাবু। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলেন মোঃ সান্টু।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দীক এই আদেশ দেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।

নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) শাজাহান কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২৮ শে ফেব্রুয়ারী অষ্টম জাতীয় সংসদ নির্বাচোনোত্তর সহিসতায় লালপুর উপজেলা ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত খান্নাসের বাবা আব্দুল খালেক লালপুর থানায় ২৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আজ বৃহষ্পতিবার ৪ জনকে ফাঁসি, ১ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে খালাস দেয় আদালত। বাকী ৩ আসামী ২০০৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় অব্যাহতি পায়।

মামলায় রাষ্ট্রক্ষের কৌসুলি ছিলেন এডভোকেট মাসুদ হাসান এবং আসামী পক্ষে ছিলেন আতিকুল্লাহ বিশ্বাস ও রাশিদা খাতুন (স্টেট ডিফেন্স)। দায়েরের ১৪ বছর ১ মাস ১৩ দিন পর এ মামলার রায় দেয়া হল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *