
নাটোরের সিংড়ায় যুবলীগ নেতা মফিদুল ইসলামের বিরুদ্ধে পানি নিষ্কাশনের খাল অবৈধ দখলের মাধ্যমে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, পানাসি প্রকল্পের আওতায় বর্ষা মৌসুমে ওই খাল প্রায় দুই হাজার বিঘা জমিসহ পাশ্ববর্তী কয়েকটি এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের পানি নিষ্কাশনের জন্য একটি খাল রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দা ও ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মফিদুল ইসলাম অবৈধভাবে ওই খালের ভিতর বাঁধ দিয়ে পুকর খনন করে মাছ চাষ করেছেন। স্থানীয়দের আপত্তি সত্বেও সম্প্রতি তিনি নতুনভাবে খনন করে বাঁধটি আরও উঁচু ও চওড়া করছেন। এতে করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার শংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা পুকুর খন বন্ধের জন্য স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছে।

সিংড়া উপজেলা বিএডিসির প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, গোয়ালবাড়িয়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য পানাসি প্রকল্পের আওতায় খাল খননের পরিকল্পনা রয়েছে। এখনও পুরোপুরি কাজ শুরু করা হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুর ইসলাম ভোলা বলেন, গোয়ালবাড়িয়া খাল দখল করে পুকুর খননের বিষয়টি তিনি শুনেছেন। এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় ওয়ার্ড সদস্যকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, তিনি খবরটি জানতে পেরে এলাকার তহশীলদারকে সরেজমিন দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে।




