
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বুনকুঁড়ি-কুমগ্রাম রাস্তার তিনটি মাঝারি ইউকালেপটাস গাছ কেঁটে নিয়ে বাড়ি যায়। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের জন্য তহশিলদারকে ঘটনাস্থলে পাঠায়।
অভিযুক্ত আঃ মান্নান গাছ কাঁটার সত্যতা স্বীকার করে বলেন, আমি বাহিরে আছি, সিংড়ায় এসে ইউএনও মহোদয়ের সাথে কথা বলে গাছের দাম দিয়ে দেবো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, ঘটনাস্থলে তহশিলদারকে পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



