নাটোরে ১১তম গ্রেডে বেতন ভাতা চান সহকারী প্রাথমিক শিক্ষকরা

নাটোর অফিস॥ জাতীয় কাঠামোর ১১তম গ্রেডে বেতন ভাতার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্ত্বরে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ১১তম বেতন গ্রেডের যৌক্তিকতা ও ন্যায্যতা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা। এ সময় বক্তব্য দেন বাগাতিপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন, সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন, সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বজলারুজ্জামান, নির্বাহী সদস্য শামীম শাহরিয়ার, উপদেষ্টা নুরুজ্জামান দুলাল প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরের গ্রেড তথা ১১তম গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১তম এবং সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতনের প্রস্তাবনা নীতিগতভাবে চূড়ান্ত করেছেন। এর ফলে বেতন বৈষম্য দূর করার দাবিতে সহকারী শিক্ষকদের আন্দোলনের উদ্দেশ্য পূরণ না হয়ে তা চিরস্থায়ী হতে যাচ্ছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন ভাতা দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *