
জানা গেছে, ওই ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৩৯১ জন। এর মধ্যে পুরুষ ১১৫৪ জন ও নারী ভোটার ১২৩৭ জন।
রোববার ভোট শুরুর প্রথম ঘন্টা পর ওই কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানো কোন ভোটারকে দেখা যায়নি। ৭টি ভোটকক্ষের মধ্যে ২ ও ৫নং কক্ষে প্রথম ঘন্টায় সর্বাধিক ১২টি করে ভোট পড়েছে। এছাড়া ৪নং কক্ষে ৩টি, ৭নং কেন্দ্রে ৪টি ভোট পড়েছে।
তবে নিয়মানুযায়ী কেন্দ্রটিতে ১২ জন আনসার ও ২ জন পুলিশ মোতায়েন ছিল।
কি কারণে ভোটারদের উপস্থিতি কম জানতে চাইলে
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুরুশত মতিন বলেন, কাজকর্মের জন্য এখনও তেমনভাবে ভোট দিতে আসেননি ভোটাররা। পরে উপস্থিতি বাড়বে।



