নাটোরের গুরুদাসপুরে আ’লীগ প্রার্থীর অভিযোগে ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে প্রথম ধাপে ১০ মার্চে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আব্দুর রহিম। ঘটনাটি এলাকায় টক অব দি টাউনে পরিণত হয়েছে।
জেলা ও উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত পরিপত্র মোতাবেক ইউএনও মোহাম্মদ মনির হোসেন ও রাজশাহী রেঞ্জের ডিআইজি স্বাক্ষরিত পরিপত্রের নির্দেশ মোতাবেক ওসি সেলিম রেজাকে প্রত্যাহার করা হয়। উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী মো. জাহিদুল ইসলাম তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করলে তাঁদের প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ মনির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে ওসি সেলিম রেজা দাবী করে বলেন, নৌকার প্রার্থীর পক্ষ না নেয়ায় আমাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *