নাটোরে থানা হাজাতে গলায় ফাঁস, আসামীর মৃত্যু!

নাটোর: নাটোরের বাগাতিপাড়া থানা হাজতে মহসীন (২৮) নামে হত্যা মামলার আসামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে আটক করে হাজতে রাখার পর সে কম্বল ছিঁড়ে গলায় জড়িয়ে আত্মহত্যা করে।

আত্মহননকারী আসামী মহসীন বাগাতিপাড়া উপজেলার বেগুনীয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। তার আত্মহননের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

এ ঘটনায় দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা সহ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বাগাতিপাড়া থানার ওসি (তদন্ত) স্বপন কুমার চৌধুরী বলেন সোমবার রাতে ঢাকার গাজীপুর থেকে ভ্যান চালক হত্যা মামলার আসামী মহসীনকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী দুই কর্মকর্তা এসআই প্রশান্ত এবং এসআই রুস্তম আটক আসামী মহসীনকে নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগাতিপাড়া থানায় নিয়ে আসেন। আসামী মহসীনকে থানা হাজতে রাখা হয়। বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাকে হাজত ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কর্তব্যে অবহেলার অভিযোগে দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নাইমুর রহমান
নাটোর
১৫-০১-১৯

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *