নাটোর অফিস।।
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নে ফসলি জমিতে অবৈধ পুকুর খননের দায়ে এক জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার এবি ইউনিয়নে রাজা বাদশা মোড় পাটিকবাড়ি এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির এর ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবি ইউনিয়নে রাজা বাদশা মোড় পাটিকবাড়ি পাটিকবাড়ি এলাকায় অনুমতি ব্যাতি রেখে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করছিলেন মোঃ তরিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ আওতায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পুকুর খনন বন্ধ করা হয়।
তিনি আরো বলেন, ফসলি জমিতে পুকুর খনন বন্ধে আগামীতেও এধরনের অভিযান অব্যহত থাকবে ।