নাটোর অফিস॥
নাটোরের লালপুরে লাইসেন্স বিহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের বিএসবি নামের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার, মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী বিএসবি ইট ভাটায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এসময় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।