নাটোরের ৪টি আসনে কে কত ভোট পেলেন

নাটোরঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নাটোরের ৪টি আসনে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিয়েছেন ৭টি রাজনৈতিক দলের ১৯ প্রার্থী। দলগুলো হল- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়েছেন। তারা হলেন নাটোর-১ আসনে শহিদুল ইসলাম বকুল(২৪৬৪৪০), নাটোর-২ আসনে শফিকুল ইসলাম শিমুল(২৬২৭৪৬), নাটোর-৩ আসনে জুনাইদ আহমেদ পলক(২৩০৩২৭) ও নাটোর-৪ আসনে আব্দুল কুদ্দুস(২৮৫৫৩২)।

নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন- বিএনপি প্রার্থী কামরুন্নাহার শিরিন(১৫৩৩৮), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী দুলাল(৬১৯), জাতীয় পার্টির আবু তালহা(১৪৩৯),ইসলামী আন্দোলন বাংলাদেশের খালেকুজ্জামান(১১৮৯) ও বাংলাদেশ মুসলিম লীগ(৭৯৬)।

নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন- বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন(১৩১৯৭), জাতীয় পার্টির মজিবর রহমান সেন্টু(২০৭৭) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজার রহমান খান আমেল চৌধুরী(১৭৬০)

নাটোর-৩(সিংড়া) আসনে অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন-বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ(৮৮৪১), জাতীয় পার্টির(জেপি) আনিসুর রহমান(৩৬৫), বিকল্প ধারার মঞ্জুরুল আলম হাসু(৩১৪) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা ওয়ালীউল্লাহ(১৭৬০)।

নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন- জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা(৭৩০৪), ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুল আমীন(৬৩৭১)ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির হারুনুর রশীদ।

উল্লেখ্য,  নির্বাচনের আগে নাটোর-১ আসনে জাপা প্রার্থী আবু তালহা এবং নাটোর-৩ আসনে জেপি প্রার্থী আনিসুর রহমান ও বিকল্পধারার মঞ্জুরুল আলম হাসু নৌকার প্রার্থীদের সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *