
রোববার সকাল সাড়ে ৮টায় শহরের পিটিআই কেন্দ্রে সস্ত্রীক ভোট প্রদান করেন তিনি।
ভোট প্রদানের পর শিমুল বলেন, সারাদেশের ন্যায় নাটোর-২ আসনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে এবং স্বতস্ফূর্তভাবে তা অব্যাহত রয়েছে। ভোটে জনগণ যে রায় দেবেন তা মাথা পেতে নেবো।
উল্লেখ্য, সদর ও নলডাঙ্গা উপজেলার ১২ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৩৮ জন ও নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৮৭৮ জন। নাটোর সদরে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ২১ হাজার ৩৯১ জন। আর নলডাঙ্গায় পুরুষ ভোটার ৫১ হাজার ৮০৬ জন ও নারী ভোটার ৫১ হাজার ৪৮৭ জন।



