
গত দুদিনে আইনজীবীদের মধ্যে প্রচারণায় অংশ নেন প্রসাদ কুমার তালুকদার,বারের সাবেক সভাপতি আবু আহসান টগর, সেক্রেটারী লোকমান হোসেন বাদল,সাবেক সেক্রেটারি আনোয়ার পারভেজ,আরিফুল ইসলাম,সাইফুল ইসলাম বাবু,সায়েম হোসেন উজ্জল,প্রদীপ কুমার,রঞ্জীত কুমার সরকার,মোস্তাফিজুর রহমান,জাসদ সমর্থিত আইনজীবি বিপ্লব কুমার রাম প্রমুখ।
আইনজীবি প্রসাদ তালুকদার বলেন, প্রতিদিন তারা ১০ থেকে ১২ জন আইনজীবি বিভিন্ন এলাকায় গিয়ে শফিকুল ইসলাম শিমুলের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইছেন। প্রতিদিন আইনজীবিরা পর্যায়ক্রমে নৌকার পক্ষে প্রচারণায় নামছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি আইনজীবিদের তীর্থস্থানখ্যাত বাংলাদেশ বার কাউন্সিলের অত্যাধুনিক ভবন নির্মানের জন্য ইতিমধ্যে ১৫ কোটি টাকা বরাদ্দ করেছেন। এছাড়া আইজীবিদের স্বার্থ সংরক্ষণে অনেক পদক্ষেপ নিয়েছেন। উন্নয়ন করেছে বিভিন্ন জেলা বার ভবন সহ বিচারিক আদালত। বিভিন্ন জেলায় নির্মান করা হচ্ছে জুডিশিয়াল বিচারিক আদালত ভবন। তাই এসব উন্নয়ন অব্যাহত রাখতে শেখহাসিনার সরকারের প্রয়োজনীয়তা অনুভব করে আইনজীবিরা এক হয়ে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন।



