নাটোর-৩: মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আবারো সিংড়াবাসীর রায় চান পলক

নাটোরঃ নাটোরের সিংড়ায় বিনম্র শ্রদ্ধায় ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সিংড়া শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করেছেন আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি শোকর্যালী সিংড়া আওয়ামী লীগ কার্যালয় হতে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে শেষ। এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমদ পলক বলেন, বুদ্ধিজীবী হত্যাকান্ডের ম্যাধ্যমে বাংলাদেশকে মেধাশূণ্য করার ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি। স্বাধীনতার বিরোধীতাকারীরা চিহ্নিত। তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে বাংলার মাটি থেকে তাদের উৎক্ষাত করতে হলে স্বাধীনতার স্বপক্ষের সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ তাই সিংড়াবাসীকে  মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আবারো রায় দেয়ার আহ্বান  জানান পলক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *