নাটোর-১ আসনে বকুলের হাতেই নৌকার হাল

নাটোরঃ নৈর্বাচনিক উত্তেজনার অবসান ঘটিয়ে  অবশেষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার হাল তুলে দিলেন শহিদুল ইসলাম বকুলের হাতে।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় চুড়ান্ত দলীয় মনোনয়ন ও প্রতীক বরাদ্দ সংক্রান্ত চিঠি বকুলের হাতে তুলে দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ওই চিঠিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শহিদুল ইসলাম বকুলের জন্য  নাটোর-১ আসন থেকে নৌকা প্রতীক বরাদ্দ দিতে নাটোর জেলা রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ শে নভেম্বর এই আসনে আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে প্রথমে মনোনয়ন দেয়। একদিন পর সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্ণেল রমজান আলীকেও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয়। এ নিয়ে এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করে। সবশেষে, গতকাল বৃহস্পতিবার প্রার্থীতা নিশ্চত করার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় কাফনের কাপড় পড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামীলীগ প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থরা।

বকুলকে চুড়ান্ত মনোনয়ন দেয়ায় এবার সর্বস্তরের দলীয় নেতাকর্মী তার জন্য মাঠে নামবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *