নাটোরে বিএনপির কার্যালয় ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ


নাটোর: নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় কার্যালয়ের সামনে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৬টার কিছু পর শহরের আলাইপুরস্থ দলটির কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নাটোর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানরত নেতা-কর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় নাটোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা চলছিল কার্যালয়টির ভেতরে। এসময় হঠাৎ বাইরে থেকে জয় বাংলা স্লোগান দেয়া হয়। শ্লোগান শুনে বাইরে বেরিয়ে এলে দেখা যায় হেলমেট পরিহিত ৫/৬ জন দুর্বৃত্তের কয়েকজন কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাকীরা কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এসময় দুর্বৃত্তরা আরো কয়েকটি মোটর সাইকেল ভাংচুর শুরু করে। এতে ভেতরে থাকা দলীয় কর্মীরা সকলে বেরিয়ে এলে দুর্বৃত্তরা পিছু হটে। এসময় সিংড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আহত হয়।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদসহ পুলিশের কর্মকর্তারা।

এদিকে, হামলার পর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজকে মৌখিকভাবে জানানো হয়েছে।

জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, নিঃসন্দেহে নির্বাচনের আগে এ ধরণের হামলা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। রোববার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *