
নাটোরে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে ঢিলেঢালাভাবে। সোমবার দ্বিতীয় দফার শেষ দিন বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কাকডাকা ভোরে বিএনপি কর্মীরা অবরোধের সমর্থনে নাটোর-বগুড়া মহাসড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং করে। এসময় তারা সড়কে চলাচলকারী পণ্যবাহি ট্রাকে হামলা চালায়। পিকেটাররা যানবাহনে ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঠা নিয়ে ট্রাকের গতিরোধ করার চেষ্টা করে। ঝটিকা এই কর্মসুচী শেষে পিকেটাররা মোটর সাইকেলে করে দ্রুত এলাকা থেকে সটকে পড়ে।




