নলডাঙ্গায় বেজি উদ্ধারের পর অবমুক্ত

নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গায় শিকারীর কাছে থেকে একটি বেজি উদ্ধারের পর অবমুক্ত করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিসিএফ সবুজ বাংলার সদস্যরা। রোববার সকালে উপজেলার মাধনগরের মৃধাপাড়া এলাকায় অভিযানকালে স্থানীয়দের সহযোগিতায় বেজিটি উদ্ধার করা হয়। এসময় শিকারী তার ভুল বুঝতে পেরে এমন কাজ আর করবেনা মর্মে অঙ্গিকার করায় তাকে ছেড়ে দেয়া হয়।
বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন,নাটোরের বিভিন্ন এলাকার কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বন্যপ্রানী শিকারীরা অভিনব কায়দায় প্রচুর বন্যপ্রানী শিকার করে। বিষয়গুলো আমরা কড়া নজরদাড়ি রাখছি। বন্যপ্রানী নিয়ে অবৈধ কার্যকম বন্ধে এমন অভিযান অব্যহত থাকবে। পরবর্তীতে উদ্ধারকৃত বন্যপ্রাণী(বেঁজিকে) প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,পরিবেশকর্মী সজিব সরদার,রাকিব হোসেনসহ প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *