বাগাতিপাড়ার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী

নাটোর অফিস॥
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সেরা এসব শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের তালিকা প্রকাশিত হয়েছে। এর আগে গত ১৩মে এসংক্রান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত তালিকানুযায়ী স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জামনগর উচ্চ বিদ্যালয়ের হাজিরা খাতুন, সহকারি শিক্ষক ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. মনিরুজ্জামান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং শ্রেনী শিক্ষার্থী একই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী জাইমা ফেরদৌস নির্বাচিত হয়েছেন। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, একই কলেজের অধ্যক্ষ মাহফুজা নাসরীন শ্রেষ্ঠ প্রধান, প্রভাষক আলমগীর সরকার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক এবং দ্বাদশ শ্রেনীর হোমায়রা বিশ্বাস শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। এছাড়াও মাদরাসা ক্যাটাগরিতে পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠানের সুপার শামসুল আরেফিন শ্রেষ্ঠ প্রধান, মো. বদরুজ্জামান শ্রেষ্ঠ সহকারি শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী জান্নাতুস শ্যামা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কারিগরি ক্যাটাগরিতে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট সেরা প্রতিষ্ঠান, একই কলেজের অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার শ্রেষ্ঠ প্রধান, প্রভাষক সাইফুল ইসলাম শ্রেষ্ঠ কলেজ শিক্ষক এবং একাদশ শ্রেণীর নূপুর খাতুন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ কাদিরাবাদ ক্যান্টমেন্ট স্যাপার কলেজ, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক একই কলেজের আফজাল হোসেন, বিএনসিসি শিক্ষার্থী রাকিব হোসেন এবং শ্রেষ্ঠ রোভার হিসেবে তানজিল আহমেদ নির্বাচিত হয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *