নাটোরে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নাটোর অফিস॥
নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের কান্দিভিটায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাস ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরাবতা পালন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাশ, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকীসহ দলীয় নেতা কর্মীরা। এ সময় বক্তারা বলেন, দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে। ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারে সবাইকে নির্মম ভাবে হত্যা করা হয়। এ সময় শেখ হাসিনা ও তার বড় বোন শেখ রেহেনা বিদেশে থাকার কারনে প্রানে বেঁচে যায়। এরপর ১৭ ই মে দেশে ফিরে এসে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। তিনি সেই সময় রাজনীতির হাল না ধরলে বাংলাদেশ আজ এতোদুর এগিয়ে যেতে পারতো না। বাংলার মানুষ আজ শান্তিতে বসবাস করছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *