২৭ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিলেন এমপি বকুল

নাটোর অফিস॥
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ২৭ হাজার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ, আটা, নগদ টাকা ও শাড়ী উপহার দিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ তিনি। এসময় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র নির্দেশে সকলের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে নিজস্ব অর্থায়নে লালপুর ও বাগাতিপপাড়া উপজেলার ১৫টি ইউনিয়নে ও দুইটি পৌরসভার ১৫ হাজার অসহায় ও দুস্থ মানুষকে সেমাই, চিনি, দুধ, আটা, ১০ হাজার পরিবারকে ২ হাজার করে নগদ টাকা ও ২ হাজার জনকে নতুন শাড়ী উপহার হিসেবে দেওয়া হয়েছে।
এসময় নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুর রহিম, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রাকিব হোসেন, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) রোকনুল ইসলাম, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান, রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *